সাড়ে সাত বছর পর নরসিংদী জেলা আ.লীগের সম্মেলন শনিবার

বেনজির আহমেদ বেনু, নরসিংদী
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৬

নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ। দীর্ঘ সাড়ে ৭ বছর পর নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জেলার প্রবেশদ্বার ঢাকা-সিলেট মহাসড়কের বাঘবাড়ী থেকে শুরু করে নরসিংদী শহরের অলিগলি পর্যন্ত কোথাও খালি নেই। ছেঁয়ে গেছে নেতাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণে। বিভিন্ন নেতাকর্মীর শুভেচ্ছা সংবলিত তোরণের শহরে পরিণত হয়েছে নরসিংদী শহর। নরসিংদী শহরতলীর সাহেপ্রতাপ মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে ব্রাহ্মন্দী মোড়, আরশীনগর পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত চার কিলোমিটার সড়কজুড়ে নির্মাণ করা হয়েছে প্রায় দুই শতাধিক তোরণ। সম্মেলনস্থলসহ আনাচে-কানাচে দেখা যায় শুধুই বিশালাকারের ব্যানার-ফেস্টুন আর পোস্টার।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি এবং প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সেই সাথে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

সম্মেলনে সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন।

বিশেষ অতিথি থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি, সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ রাজু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

অপরদিকে, আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনৈতিক মাঠ। নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীসহ জেলাবাসীর মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। পদ পেতে গ্রুপিং, লবিং ও দৌড়ঝাঁপেও পিছিয়ে নেই পদপ্রত্যাশীরা।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি পদ লাভের অপেক্ষায় দিন গুণছেন যারা তাদের মধ্যে রয়েছেন- সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক), বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, পলাশের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন, শিবপুরের বর্তমান এমপি জহিরুল হক ভূইয়া মোহন, আমেরিকা প্রবাসী ফ্লোরিডা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব খান মন্টু প্রমুখ।

সাধারণ সম্পাদক পদের আশায় আছেন যারা, তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, নরসিংদী শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় তাঁতী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোন্তাজ উদ্দিন ভূইয়া, শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী জেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, মাঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :