চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে পণ্ড, কনের বাবাকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২২, ০০:৩৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ভ্রাম্যমাণ আদালতে কনের বাবা মন্টু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মন্টু মিয়া তার ৮ম শ্রেণি পড়ুয়া মেয়েকে হাতিভাঙ্গা গ্রামের মহিশের ছেলে সিহাবের সাথে বাল্যবিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ঘটনাস্থলে যান। তার আসার খবর পেয়ে ছেলে পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে বাল্যবিয়ের সত্যতা মিললে মন্টু মিয়াকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী ও ইউপি সদস্য হাসান আলি।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :