বিসিএস বাদে সরকারি চাকরিতে প্রবেশে ৩৯ মাস ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪১ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:২০

বিসিএস ছাড়া সরাসরি সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

করোনা পরিস্থিতির কারণে এতদিন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে না পারায় এ নির্দেশ দিল মন্ত্রণালয়।

এর ফলে বয়সে সর্বোচ্চ ৩৯ মাস ছাড় পাবেন চাকরিপ্রার্থীরা।

এই নির্দেশনার আলোকে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, যে সকল মন্ত্রণালয়/বিভাগ, এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দপ্তর/প্রতিষ্ঠান ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :