ইয়াবা মামলায় রোহিঙ্গা হিজড়ার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৭
অ- অ+

১০ হাজার ইয়াবা পাচার মামলায় উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা হিজড়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত হিজড়া হলেন- উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের ব্লক-এফ’র বাসিন্দা মোস্তফা কামাল সন্তান শামসুল আলম প্রকাশ কাজল শাহা হিজড়া (২০)।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)সুলতানুল আলম এ তথ্য জানান।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ আগস্ট কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তৃতীয় লিঙ্গের শামসুল আলম প্রকাশ কাজল শাহাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। পরে তার বিরুদ্ধে মামলা হলে তা তদন্ত করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
তেহরিক-ই-তালেবান পাকিস্তানে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা