২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রেকর্ড ৪৪০ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৪
অ- অ+

দেশে ক্রমেই বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪০ জন। এর মধ্যে ঢাকায় ৩২৫ এবং ঢাকার বাইরের হাসপাতালে নতুন ভর্তি রোগী ১১৫ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৬২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৭২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৩৪৬ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন। আক্রান্ত হয়ে সারাদেশে ১৩ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ৪৩৪ এবং আর ঢাকার বাইরে তিন হাজার ছয়জন।

অন্যদিকে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১১ হাজার ৭৬২ জন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ১৩৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে দুই হাজার ৬২৩ জন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা