পাবনায় ৬ লাখ টাকা মুল্যের অবৈধ জাল জব্দ, দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:১২
অ- অ+

পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যবসায়ীকে আটক করে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শনিবার দুপুর ১২টার দিকে জাল জব্দ ও ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার ক্ষেতুপাড়া চরভদ্রকলা গ্রামের মানিক উদ্দিনের ছেলে ফজর আলী ও একই এলাকার মৃত গণি খাঁর ছেলে আবু সাইদ।

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেন, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর-বনগ্রাম জালহাটায় সরকারি নির্দেশনা অমান্য করে মৎস্য প্রজননের জন্য ক্ষতিকর কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৪ হাজার মিটার চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এসব অবৈধ জাল বিক্রির দায়ে দুজনকে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর জব্দ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা