করতোয়া নদীর পাড়ে স্বজনদের আহাজারি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬
অ- অ+

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঘটনাস্থল রয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। মুঠোফোনে ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজ চলছে। এখন পরর্যন্ত ২৪ জনের প্রাণহানি হয়েছে।’

এদিকে নৌকাডুবির ঘটনায় করতোয়া পাড়ে ভিড় করছেন হাজারো মানুষ। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে এসেছে এলাকার পরিবেশ। নৌকায় ছিলেন এমন স্বজন-পরিজনদের খোঁজে তারা হন্যে হয়ে ছুটছেন।

দুর্ঘটনাস্থল আউলিয়া ঘাট এলাকা থেকে ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি শফিকুল আলম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে কাজ চালাচ্ছেন। নদীর পাড়ে হাজার হাজার মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা বলছেন, মহালয়া উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা নদী দিয়ে নৌকাযোগে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে এসে নৌযানটি ডুবে যায়।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী ঢাকা টাইমসকে বলেন, ‘ওই নৌযানে ১০০ থেকে ১২০ জন যাত্রী ছিল বলে আমরা প্রাথমিক ভাবে তথ্য পেয়েছি।’

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এছাড়া শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও ছিল বেশি।’

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/আরআর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো
গরমে শরীর ঠান্ডা রাখতে কোন পাত্রে পানি পান করা সবচেয়ে স্বাস্থ্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা