বানান ভুল করায় রড দিয়ে শিক্ষকের বেধড়ক মারধরে ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩
অ- অ+

ভারতের উত্তরপ্রদেশের আউরাইরা জেলায় শিক্ষকের বেধড়ক প্রহারে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার জানায়, গত ৭ সেপ্টেম্বর সমাজ বিজ্ঞানের পরীক্ষায় একটি বানান ভুল করে নিখিত দোহর নামে দশম শ্রেণির এক ছাত্র। নামের বানান ভুলের জন্য তাকে রড দিয়ে বেধড়ক মারধর করে তার শিক্ষক অশ্বিনী সিংহ। মারধরের কারণে নিখিত বেশি অসুস্থ হয়ে গেলে তাকে জেলার সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সে মৃত্যুবরণ করে।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার এড়াতে পালিয়ে রয়েছেন। তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সহপাঠীর মৃত্যুতের শিক্ষকের বিচার দাবিতে স্কুলের সামনের পথ অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে ওঠে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নিখিতের বাবা দাবি করেছেন, নিখিতের চিকিৎসার জন্য প্রথমে দশ হাজার টাকা দিয়েছিলেন অশ্বিনী। পরে আরও ৩০ হাজার টাকা দেন তিনি। কিন্তু তার পর থেকেই তিনি আর নিখিতের বাবার ফোন ধরছেন না।

তিনি আরও অভিযোগ করেন, অশ্বিনীর সঙ্গে দেখা করতে গেলে তাকে দলিত বলে গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা