ফরিদপুরে পর্যটন দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৩

ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে । ‘পর্যটনের নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশানের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাসলিমা আলীর সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্রা, ভোক্তা অধিকারের সোহেল শেখ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমুখ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জেলায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বিভিন্ন খাতে। সেই খাতগুলোগে আগামীতে আরো সৌন্দর্য মণ্ডিত করে তোলার জন্য সকলকে নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করার আহবান জানান।

এছাড়াও ভাঙার এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু আন্তজাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (মানমন্দির), পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িসহ বিভিন্ন স্থাপনার কথা উল্লেখ করে বক্তারা বলেন, এ সকল জায়গাগুলোকে পর্যট করপোরেশনের নজরে আনতে হবে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :