গর্ভপাত করতে পারবেন অবিবাহিত নারীরাও: ভারতীয় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৪| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৭
অ- অ+

ভারতে বিবাহিত ও অবিবাহিত সব নারীই নিরাপদে গর্ভপাত করাতে পারবেন বলে যুগান্তকারী রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এ রায় ঘোষণা করেন। খবর এনডিটিভি।

অবিবাহিত মহিলা ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে অনাকাঙ্ক্ষিত গর্ভপাত করাতে পারবেন। মূলত অবিবাহিত মহিলারা অন্তঃসত্ত্বা হলে, গর্ভপাত করাতে পারবেন কি না, এ বিষয়েই রায় দিয়েছেন আদালত।

রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, ১৯৭১ সালে প্রণীত মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টে বিবাহিত নারীদের গর্ভপাতের যে অধিকার দেয়া হয়েছে, তা পাবেন অবিবাহিত নারীরাও।

সর্বোচ্চ আদালত আরও বলেছে, ২০২১ সালে ওই আইনে যে সংশোধনী আনা হয়েছে, তাতে গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এর ফলে নিরাপদ ও বৈধ গর্ভপাতের অধিকার পাবেন সব নারী।

অন্যদিকে, গর্ভপাতের ক্ষেত্রে ‘বৈবাহিক ধর্ষণ‘ ও ‘ধর্ষণ’ বলে মন্তব্য করেছে আদালত।

এই প্রসঙ্গে বিচারপতি চন্দ্রচূড় বলেন, বিবাহিত নারীরাও যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হতে পারেন। বিনা সম্মতিতে স্বামীর আচরণে এক জন মহিলা অন্তঃসত্ত্বা হতে পারেন।

প্রসঙ্গত, ভারতে ‘বৈবাহিক ধর্ষণ’কে আইনি অপরাধ হিসেবে গণ্য করা হয় না।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা