তত্ত্বাবধায়ক সরকার ফেরার কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:২০| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৪
অ- অ+

দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করায় তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব নৌ দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্যের পর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপির দাবির প্রসঙ্গে এসময় আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছে। তাই এখানে আর ফিরে যাওয়ার সুযোগ নেই।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম।

‘নিউ টেকনোলজিস ফর গ্রিনার শিপিং’ তথা পরিবেশ বান্ধব শিপিং এর জন্য নতুন প্রযুক্তি প্রতিপাদ্যে বিশ্ব নৌ দিবস উদযাপন করছে নৌপরিবহন মন্ত্রণালয়।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। উপস্থাপন করেন বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ তামিম।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ নৌপরিবহন খাতের কারিগরি বিষয়ের ওপর তথ্য-উপাত্ত উপস্থাপন করেন মেরিন অ্যান্ড অফশোর কান্ট্রি ম্যানেজার মো. হারুনুর রশিদ। কারিগরি পেপার উপস্থাপন করেন ড. মীর তারেক আলী।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নৌ দিবস-২০২২ এর ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা যুদ্ধ থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা ট্রমায় আক্রান্ত, বাড়ছে আত্মহত্যার ঘটনা
টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দুই মাঠে খেলে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের জয়!
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা