‘জনপ্রতিনিধি হয়ে জমিদারি মনমানসিকতার হলে শেখ হাসিনা ক্ষমা করবেন না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৪ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩১

নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জমিদারি করলে ক্ষমা নেই বলে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘জনপ্রতিনিধি হয়ে জমিদারি মনমানসিকতা নিয়ে চলবেন সেটা শেখ হাসিনা কোনোদিন ক্ষমা করবেন না। এই ধরনের ব্যক্তি শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর দলে থাকতে পারবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দলে থেকে যারাই আওয়ামী লীগের দুর্নাম করছেন সবখবর নেত্রীর কাছে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সবার এসিআর শেখ হাসিনার কাছে আছে। সময় মতো টের পাবেন। এরইমধ্যে কেউ কেউ টের পাচ্ছেন, বাকিরাও পাবেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে উদাহরণ হলো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সবচেয়ে সফল কুটনীতিকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। তিনি ফিরে এসেছিলেন বলেই ২১ বছর অন্ধকারে থাকা বাংলাদেশ আলোকিত হয়েছে।’

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়া মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা স্লোগানকে নির্বাসনে পাঠিয়েছেন। শেখ হাসিনা যদি ফিরে না আসতেন তাহলে কি স্বাধীন বাংলাদেশে ফিরে পেতাম? তিনি যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।’

‘শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মাসেতু করেছেন। এতেই সারাবিশ্ব বুঝেছে বাংলাদেশ কোথায় আছে। কত রাস্তা, কত মহাসড়ক, কত উন্নয়ন হয়েছে। মাওয়া-ভাঙা রাস্তায় গেলে মনে হয় আমরা ইউরোপ আমেরিকায় এসেছি।’

বিশ্বের অনেক দেশই করোনাভাইরাস মোকাবিলা করতে পারেনি মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা পেরেছি যা বিশ্বের অনেক দেশ করতে পারেনি। বিনা টাকায় ভ্যাকসিন দিয়েছি। শেখ হাসিনার জন্য এটা সম্ভব হয়েছে। শেখ হাসিনা সংকটকে সম্ভাবনায় রূপ দেন। তার কারণে আমাদের সক্ষমতা আরও বড় হয়েছে। শেখ হাসিনার সততাকে সবার অনুসরণ করতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় নির্বাচনের এখনো প্রায় ১৫ মাস বাকি আছে। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বাকি আছে। শেখ হাসিনার এত উন্নয়ন অর্জন দুই-চার জনের অর্পকমের কারণে যেন ম্লান না হয়। আওয়ামী লীগের পরিচয়ে, দলের সহযোগী সংগঠনের পরিচয়ে কেউ অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। দোষ করে গুটিকয়েক আর দুর্নাম হয় গোটা সরকারের, দুর্নাম হয় গোটা পার্টির। এটা আওয়ামী লীগ হতে দেবে না।’

এসময় বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ এবং শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া চান ওবায়দুল কাদের।

বিএনপির বিভাগীয় গণসমাবেশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলবো তত্বাবধানয়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। এসব বাদ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। নির্বাচন অনুষ্ঠিত করবে নির্বাচন কমিশন, সরকার শুধু দায়িত্ব পালন করবে।’

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘মাঠে আসুন কিন্তু লাঠি নিয়ে এলে খবর আছে। আওয়ামী লীগ মাঠে প্রস্তুতি নিয়ে আছে। সর্তক আছে, রাজপথে আছে, সংযম নিয়ে থাকবো।’

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহ উল হক সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :