দ্বিতীয় সপ্তাহে হল বাড়ল ১০টি, শুক্রবার থেকে ৪৫ হলে ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৫ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৮

২৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়া 'অপারেশন সুন্দরবন' সিনেমার দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে ১০টি। আগামীকাল শুক্রবার থেকে ঢাকাসহ সারাদেশে মোট ৪৫টি হলে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

ঢাকাটাইমসকে খন্দকার আল মঈন বলেন, ‘সুন্দরবনের শ্বাপদ সংকুল এলাকায় র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত পুরো বাণিজ্যিক ধারার ছবি অপারেশন সুন্দরবন দর্শক দারুণভাবে গ্রহণ করছে। প্রথম সপ্তাহে সারাদেশে দর্শকদের প্রশংসার পাশাপাশি সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভীড় দেখা যায়। পাশাপাশি সব শ্রেণির দর্শকদের আকৃষ্ট করেছে সিনেমাটি। তাই দর্শকদের চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি।’

হল বাড়ার বিষয়টি ঢাকাটাইমসকে জানিয়েছেন 'অপারেশন সুন্দরবন'র পরিচালক দীপংকর দীপনও। জানান, ৩৫টি হলের সাথে দ্বিতীয় সপ্তাহে আরও ১০টি যুক্ত হলো। সর্বমোট ৪৫টি হলে চলবে অপারেশন সুন্দরবন।

ঢাকা অ্যাটাক খ্যাত এই পরিচালক বলেন, 'অপারেশন সুন্দরবন মুক্তির পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক রিভিউ পাইনি। যারা দেখেছেন তারা সবাই প্রশংসা করেছেন। দর্শকদের কাছে এক উপভোগ্য ছবি এটি। '

র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. প্রযোজিত সিনেমা 'অপারেশন সুন্দরবন' এর। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান, রিয়াজ, নুসরাত ফারিয়া, দর্শণা বনিক, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

দ্বিতীয় সপ্তাহের হল তালিকা:

(ঢাকার ভেতরে): স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার-এস কে এস টাওয়ার মহাখালী, বিজয় সরণি, সনি স্কয়ার-মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), চিত্রামহল (ইংলিশ রোড), আনন্দ (ফার্মগেট), সৈনিক ক্লাব (বনানী), গীত সিনেমা (দোলাইরলাইপাড়), বিডিআর (পিলখানা)।

ঢাকার বাইরে: সিনে স্কোপ (নারায়ণগঞ্জ), লায়ন সিনেমাস (কদমতলী, কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), চাঁদমহল (কাঁচপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), সেনা অডিটরিয়াম (নবীনগর), সত্যবর্তী (শেরপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (ময়মনসিংহ), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল), মণিহার (যশোর), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ)।

নতুন করে যুক্ত হয়েছে তামান্না (সৈয়দপুর), মর্ডান (দিনাজপুর), বিজিবি (সিলেট), নবীন (মানিকগঞ্জ), তাজ (নওগাঁ), সাধনা (রাজবাড়ী), মালঞ্চ (টাঙাইল), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), বনলতা (ফরিদপুর)।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :