নোয়াখালীতে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ১৫:১৭

১১-২০তম গ্রেডেভুক্ত কর্মচারীদের বৈষম্যের অবসান, নবম পে-কমিশন গঠন, বেতন-ভাতা বৃদ্ধি, টাইম স্কেল-সিলেকশন গ্রেড পূর্ণবহালসহ ৭ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে। সরকার এক নীতি বাস্তবায়ন করতে পারছে না। আন্দোলনকারীরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারি শিক্ষকদের বেতন নিয়োগবিধি ২০১৯ ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীতকরণ, বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পুন:নির্ধারণ করারও দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, সম্মিলিত অধিকার আদায় ফোরাম নোয়াখালী জেলা শাখার সবাপতি আবুল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মনজুরুল আমিন রাসেল ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকরা।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :