গুঞ্জন ছিল বুবলীর সঙ্গে, সেই রাফির সঙ্গেই কাজ করবেন শাকিব

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২২, ১৩:১৪
অ- অ+

কিছুদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল, ‘পরাণ’ সিনেমার নির্মাতা রায়হান রাফির সঙ্গে সম্পর্কে রয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সেই রাফির সঙ্গেই কাজ করতে চলেছেন নায়িকার ‘স্বামী’ শাকিব খান। রাফির পরিচালনায় একটি সিনেমায় কাজ করবেন কিং খান। সেটি নির্মিত হবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফি। তবে সিনেমার নাম এবং শাকিব খানের নায়িকা কে থাকছেন, তা চমক হিসাবে রেখেছেন ‘হিট মেশিন’ খ্যাত এই তরুণ নির্মাতা।

ফেসবুকে রায়হান রাফি লিখেছেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল।’

রাফি লিখেছেন, ‘অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে খুব শিগগিরই।’

এদিকে আসছে ২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা 'দামাল'। এরপর তার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সঙ্গে। পোস্টে রাফি আরও লিখেছেন, ‘আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন টপি খান ও মনিরুজ্জামান। তবে এই ছবির নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। আর নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইল।’

পোস্টে শেষে সকলের কাছে দোয়া কামনা করে রাফি লিখেছেন, ‘সবাই দোয়া করবেন আমার জন্য। শাকিব ভাই সাথে আমার প্রথম এই প্রোজেক্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা কিছুই হবে।’

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা