বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে ছিনতাইয়ে নেমে ধরা ২৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১৩:০১| আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৩:১৮
অ- অ+

মঙ্গলবার বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে রাজধানীতে ছিনতাইয়ে নেমে হাতেনাতে ধরা পড়েছেন ২৪ জন। এদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ীতে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও চাকু।

বুধবার র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে রাজধানীতে বিদ্যুৎ না থাকার সুযোগে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম বেড়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকে শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় ছিনতাইকারী চক্রের ২৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার, এন্টিকাটার, ব্লেড, কাঁচি, চাকু ও ক্ষুরসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা তারা নিয়মিত এসব এলাকায় ছিনতাই করত।

আটককৃতরা হলেন- মো. রাজন, বিল্লাল হোসেন, হৃদয় হোসেন, মো. জসমত, মো. এনামুল হক, মো. রানা, মো. সুজন, মো. শাহীন, বিল্লাল হোসেন, মো. হৃদয়, মোবারক হোসেন, মো. জনি, আবু বক্কর সিদ্দিক, মিলন চন্দ্র মন্ডল, মো. সুজন, মো. রিপন, আমান হোসেন, মো. শরিফ উদ্দিন, মো. রনি, মো. আরিফ হোসেন, মো. ইদ্রিস, নুর উদ্দিন, মো. সোহেল, মো. আল আমিন।

তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

জাতীয় গ্রিডে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ফলে মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত ৮টা ৪২ মিনিট পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা বিদ্যুত বিচ্ছিন্ন ছিল রাজধানীসহ দেশের অর্ধেকের মতো এলাকা। পরে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলিছি, আমরা লজ্জিত: জামায়াত আমির
গাজায় খাবারের অভাবে মানুষের জীবন হুমকির মুখে, ডব্লিউএফপি’র সতর্কবার্তা
এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারী সংস্থা
ফিরে দেখা ১২ জুলাই: ছুটির দিনের বিকালে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা