চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১৩:৩৯| আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৪:৪৪
অ- অ+

চুয়াডাঙ্গায় জিয়ারুল হক (৩৪) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জিয়ারুল হক শম্ভুনগর গ্রামের স্কুলপাড়ার তোয়াক্কেল মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জিয়ারুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিয়ারুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩শ' টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা