পাওয়ার প্লেতে নেই দুই ওপেনার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ১০:৩৪

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৪৮ রান তুলেছে টাইগাররা।

এখন ৭ রানে লিটন কুমার দাস ও ১০ রানে আফিফ অপরাজিত রয়েছেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ছয় ওভারের মাথায় হারিয়েছে দুই ওপেনারকে। ১০ রানে মেহেদি হাসান মিরাজ ও ১৪ রানে আউট হন সাব্বির রহামন।

ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা নুরুল হাসান সোহান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। ওপেনিং জুটিতে আসে ৫২ রান। ২৫ বলে ২০ রানে মেহেদি হাসান মিরাজের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ তুলে দেন বাবর।

দ্বিতীয় উইকেট জুটিতে শান মাসুদকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এ সময় দুজন মিলে তুলেন ৪৪ রান। নাসুম আহমেদের করা বলে ব্যক্তিগত ৩১ রানে আউট হয়ে সাজঘরের পথ ধরেন শান মাসুদ।

এরপর একে একে আরও চার ব্যাটার ব্যাট করতে নামলেও সুবিধা করতে পারেননি কেউই। ৬ রানে হায়দার আলি, ১৩ রানে ইফতেখার আহমেদ ও ৪ রানে আউট হন আসিফ আলি। এদিকে ওপেনিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ রিজওয়ান ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর অপরাজিত থাকেন ৭৮ রানে। মাত্র ৫০ বলে খেলা তার ইনিংসটি সাতটি চার ও একটি চারে সাজানো।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :