ঘূর্ণিঝড় সিত্রাং

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২২, ০৯:৫৭

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লক্ষ্মীপুর উপকূলীয় অঞ্চলে অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে শতাধিক গাছ ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।

সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এসব ঘটনা ঘটে।

আবহাওয়া অফিস জানায়, লক্ষ্মীপুরে ৭ নম্বর বিপদ সংকেত চলছে। সেখানে এখনো থেমে থেমে ঝড়ো বাতাস বইছে। নদী তীরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে রয়েছেন এছাড়া দুর্যোগ পরিস্থিতিতে লঞ্চ ও ফেরীসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে সদর উপজেলার মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাটে ভোলা-বরিশালগামী পাঁচ শতাধিক যাত্রী আটকা পড়েছেন। তারা চররমনী এলাকার মাতাব্বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। এছাড়া জেলার অন্য আশ্রয়কেন্দ্রগুলোতে লোক সংখ্যা কম দেখা গেছে।

জেলা প্রশাসক জানিয়েছেন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও দুই শতাধিক স্বেচ্ছাসেবীরা তৎপর ছিলেন। পরিস্থিতি মোকাবিলায় নগদ টাকা ও শুকনো খবার মজুদ রাখা হয়। এছাড়া পাঁচটি কন্ট্রোল রুমে সেবা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :