বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২২, ১৫:৪২
অ- অ+

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। দুদল মধ্যকার প্রথম টি-েটোয়েন্টি ম্যাচে আজ(শুক্রবার) মাঠে নামার কথা থাকলেও মাঠে বল গড়ায়নি একটিও। বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টিটি পরিত্যক্ত ঘোষণা করেছে আম্পায়াররা।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিল ভারত। সুপার টুয়েলভে দারুণ পারফরম্যান্স দেখিয়ে গ্রুপসেরা হয়েই উঠে যায় সেমিফাইনালে। সেখানেই ঘটে বিপত্তি। চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে পাত্তাই পাননি রোহিত-বিরাটরা। বিদায় নিতে হয় সেমিফাইনালেই।

বিশ্বকাপের হতাশা ভুলে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে চলে গিয়েছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার মাঠে নামার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি বাগড়াতেই ম্যাচটি পণ্ড হয়ে যায়।

উল্লেখ্য, প্রথম ম্যাচ না হলেও এরপর আরও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এরপরে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে ভারত ও নিউজিল্যান্ড।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা