ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২২, ১৭:০৯

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির নাগরিক প্রতিরক্ষা বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ আপডেটে ১৭ ঘন্টার স্থায়ী একটি উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে সিভিল ডিফেন্স জানিয়েছে।

এর আগে শুক্রবার সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকার তিন দিনের শোক ঘোষণা করেন।

বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একটি আবাসিক এলাকায় যে আগুন লেগেছিল তা সিভিল ডিফেন্সের দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বাড়ির ছাদে বসানো রান্নার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/ এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :