যশোরে দুর্বৃত্তদের ছুরিকাহত আওয়ামী লীগ নেতা আসাদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২২, ১৬:৩১
অ- অ+

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান আসাদ মারা গেছেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন তার ছেলে আনিসুজ্জামান।

নিহত আসাদুজ্জামান যশোর জেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি যশোর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি কোতওয়ালী থানার বেজপাড়ার বনানী রোডে।

আনিসুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, গত ৮ নভেম্বর সন্ধ্যায় বেজপাড়া সাদেক দারোগার মোড়ে নাটের গুরু ইন্দ্রজিতের নির্দেশে খাবড়ি হাসান, লিপনসহ সাত থেকে আটজন আমার বাবাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে তার বুকের ডান পাশে গুরুতর আহত হয়। এছাড়া শরীরের আরো বিভিন্ন জায়গায় জখম হয়।

তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর বিছানায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত আসাদের ছোট ভাই সাইদুর রহমান বাদী হয়ে যশোর কোতওয়ালী থানায় চারজনের নামে একটি মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত খাবড়ি হাসানকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এএ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা