মাদারীপুরে শীতের সবজির সরবরাহ বেশি, তবু দাম চড়া

বাজারে শীতের শাক-সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়লেও দাম এখনও বেশ চড়া। চালের দাম গত সপ্তাহের মতোই কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বাড়তি রয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি মাছের। এ ছাড়াও তেল, আদা-রসুনসহ বেশ কিছু নিত্য পণ্যের দাম নিম্নমুখী হলেও পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা। আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।
মাদারীপুরের কয়েকটি বাজার ঘুরে জানা যায়, অধিকাংশ বাজারগুলোতে এসে গেছে শীতকালীন শাক-সবজি। তবে ফুলকপি, বাধাকপি ও শালগমসহ নানা রকমের শাক-সবজির সরবরাহ বাড়লেও স্বস্তিতে নেই ভোক্তারা। খুচরা বিক্রেতাদের দাবি, প্রচুর সরবরাহ থাকলেও পাইকারি বাজার থেকেই শাক-সবজি বেশি দামে কিনতে হচ্ছে তাদের। তবে দুই-এক সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমার কথা জানালেন তারা।
মাদারীপুর পৌর শহরের ইটেরপুল বাজারের খুচরা বিক্রেতা সিদ্দিকুর রহমান জানান, ‘গেলো দুই সপ্তাহ ধরে কাঁচা সবজি বেশি পাচ্ছি। তবে পাইকারি বাজারে দাম খুব কমেনি। তুলনামূলক গত বছর যে দামে কিনেছি, তার চেয়ে এবার বেশি দামে কিনতে হচ্ছে। ফলে ক্রেতাদের কাছেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। যেমন আসে, তেমনই বিক্রি করি। এখানে আমাদের কিছুই করার নেই।’
আরেক দোকনদার আব্দুর রহমান বলেন, ‘এবার দাম একটু বেশির কারণ ঘূর্ণিঝড় সিত্রাং। এই ঝড়ের কারণে অনেকের সজবির ফসল নষ্ট হয়ে গেছে। যে কারণে গতবারের চেয়ে এবার শীতের কাচা তরকারির দাম বেশি। না হলে এতো দাম হতো না। এখন প্রতি কেজি ফুলকপি ৫০ টাকা, বাধাকপি ৪০ টাকা, সীম ৫০ টাকা, বেগুন ৪০ টাকা, নতুন আলু ১০০ টাকা, লাল শাক, শালং শাক প্রতি আটি ২০ টাকা বিক্রি হচ্ছে।
এসএম তানভীর নামে এক ক্রেতা বলেন, কাচা সবজি বেশি পাওয়া যাচ্ছে। তবে দাম কমেনি। এখনো প্রতি কেজি সবজি ৫০ থেকে ১০০ টাকায় কিনতে হচ্ছে। যে কারণে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। এব্যাপারে প্রশাসনের নজর দেয়া উচিত। যাতে ক্রেতা কিনে খেয়ে বাঁচতে পারে।’
এদিকে গত দুই সপ্তাহ ধরে চালের দাম ওঠা নামা করছে। নতুন চাল বাজারে ওঠলেই কেবল এ অবস্থার পরিবর্তন হবে বলে জানান বিক্রতারা। মাছ-মাংসের ক্ষেত্রেও বাড়তি দাম গুণতে হচ্ছে ক্রেতাদের। বাজার তদারকি বাড়ানোর পরামর্শ তাদের।
এ ব্যাপারে মাদারীপুরের কৃষি বিপনন কর্মকর্তা বাবুল হোসেন বলেন, ‘আমরা প্রতিনিয়ত বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা করি। তারপরও যদি কোনো ক্রেতা সংক্ষুব্ধ হয়ে আমাদের কাছে লিখিত আবেদন করেন, তাহলে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদারকি করি। এরপরও আমরা বাজার নজরদারিতে রাখি।’
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

এমপি-মেয়রের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তপ্ত টাঙ্গাইলের ভূঞাপুর

ফের সব আদালত বর্জনের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের

মেলান্দহে কাটাখালী নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

২১ জেলায় চোখের স্বাস্থ্যসেবা দিচ্ছে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব চক্ষু হাসপাতাল

আলফাডাঙ্গায় মধুমতি নাবিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন

টঙ্গীতে দেশি অস্ত্রসহ আটক ৪

কুড়িগ্রামে বসতবাড়ির সিন্ধুকে মিলল ২২ হাজার ইয়াবা

বঙ্গবন্ধু পুলিশকে জনতার পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছিলেন: আইজিপি

নোয়াখালীর চাটখিলে বিদেশি মদসহ গ্রেপ্তার ২
