ভাতে পিঁপড়া নিয়ে ঝগড়া, স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ১৭:০৮
অ- অ+

রাতের খাবার খেতে বসলেন এক ব্যক্তি। খাবারের পাতে পেলেন পিঁপড়া। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সূত্রপাত। শেষ পরিণতি হলো স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু। এমন অদ্ভুদ এক ঘটনাই ঘটেছে প্রতিবেশি দেশ ভারতের ওডিশায়।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রাতের বেলা খাওয়ার সময় ভাতের মধ্যে পিঁপড়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। এক পর্যায়ে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলেন স্ত্রী। খুনের অভিযোগে ওই মহিলাকে আটক করেছে স্থানীয় পুলিশ।

জানা গেছে, শ্বশুর শশী ভূষণ বাগের দায়ের করা অভিযোগের পরেই পুলিশ এই পদক্ষেপ নেয়। নিহত হেমন্ত বাগ (৩৫) একজন ড্রাইভার হিসেবে কাজ করতেন। তিনি তার স্ত্রী সরিতা, তাদের মেয়ে হেমলতা (৭) এবং ছেলে সৌম্য (৪) নিয়ে একসঙ্গে থাকতেন।

এফআইআরে বলা হয়েছে, হেমন্ত রাতের খাবার খেতে বসেছিলেন এবং সরিতা তাকে ভাত বেড়ে দিয়েছিলেন। পরে হেমন্ত ভাতে পিঁপড়া দেখতে পেয়ে এর ব্যাখ্যা চান সরিতার কাছে। এ নিয়ে তখন তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং রাগের মাথায় সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/ এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা