নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়: প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৭:৩৪
অ- অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে একটা উন্নত, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। তাই আপনারা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নৌকায় ভোট দেবেন। পরপর তিনবার নৌকায় ভোট দিয়েছেন বলেই দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে।

পলক উপস্থিত জনগণের কাছে প্রশ্ন রাখেন- আপনারা কাদের ভোট দেবেন যারা সিংড়ায় ৩০ বছরে মাত্র ২৭ হাজার বিদ্যুৎ সংযোগ দিয়েছিল। নাকি তাদের ভোট দেবেন মাত্র ১৩ বছরে এক লাখ ৩০ হাজার পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছে সেই আওয়ামী লীগকে, এখন সিদ্ধান্ত আপনাদের।

শনিবার দুপুরে নাটোরের সিংড়া জোনাল অফিসের নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন।

এর আগে ফিতা কেটে দশ কোটি সাতষট্টি লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রীসহ আগত অতিথিরা।

অনুষ্ঠানে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ড-এর সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী এমদাদুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে পরিস্থিতি ভয়াবহ, ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সবাই গোপালগঞ্জে আসুন, বাঁচলে মুজিববাদের কবর রচনা করে ফিরব: সারজিস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করবে এনসিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা