দিনাজপুরে আ.লীগের সম্মেলন সোমবার, কারা আসছেন নতুন নেতৃত্বে?

প্রায় ১০ বছর পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার। এ নিয়ে যেমন উৎসবের আমেজ বইছে, তেমনি কারা আসছেন- আগামী নেতৃত্বে তা নিয়েও বেশ জল্পনা-কল্পনা চলছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনের প্রথমার্ধেই বক্তৃতা দিয়ে চলে যাবেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে।
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিতব্য জেলা সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এছাড়াও বরেণ্য অতিথি হিসেবে প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি, প্রধান বক্তা হিসেবে যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাখওয়াত হোসেন শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মো. শিবলী সাদিক এমপি, জাকিয়া তাবাসসুম এমপি, কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি সফুরা বেগম রুমি উপস্থিত থাকবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী জানান, 'আমরা সব আয়োজন শেষ করেছি। আশা করছি, একটি সুন্দর সম্মেলন উপহার দিতে পারব। এই সম্মেলনের মধ্য দিয়ে একটি স্বচ্ছ নেতৃত্ব আসবে।'
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সাধারণ নেতাকর্মীরা মনে করছেন, দুর্দিনে প্রতিকূল পরিস্থিতিতে যারা সংগঠনের হাল ধরেছেন, জেল-জুলুম সহ্য করে সংগঠনের কার্যক্রম চালিয়ে নিয়ে গেছেন, যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে- তাদেরই নতুন নেতৃত্বে আসা উচিত।
জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি-সম্পাদক পদে বর্তমান জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও উপজেলা ও শহর আওয়ামী লীগের সাবেক কয়েকজন নেতার নাম আলোচনায় আছে। তারা এবারের কমিটিতে চমকের প্রত্যাশায় আছেন। আর কেন্দ্র থেকে তাদের জানানো হয়েছে, বিতর্কিত কাউকে এবার পদ দেওয়া হবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্মেলন ঘিরে সভাপতি ও সম্পাদক পদে ২০ জনের বেশি নেতা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এদের মধ্যে সভপতি পদের জন্য জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।
এছাড়া সাধারণ সম্পাদকের পদ পেতে তৎপর নেতাদের মধ্যে আছেন, জেলা আ.লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা,পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল হক সরকার, দিনাজপুর-১ ( বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৬ ( হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট ও বিরামপুর) আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, অপর যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু ও আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবেও অনেকের নাম আলোচনায় আছে। এর মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজব, সাবেক ছাত্রনেতা শাহজাহান নভেল অন্যতম।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ও সম্মেলন উপ-কমিটির প্রচার বিভাগের আহ্বায়ক কামরুল হুদা হেলাল জানান, জেলার ১৩টি উপজেলা ও দিনাজপুর পৌরসভাসহ ১৪টি ইউনিট ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মিলে সর্বমোট কাউন্সিলর ৪৭৭ জন আসন্ন সম্মেলনে অংশগ্রহণ করবেন। এছাড়া সম্মেলনে আরো অংশ নেবেন ৫০০ ডেলিগেট।
২০১২ সালের ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এরপর ২০১৪ সালের ১৪ অক্টোবর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএ)

মন্তব্য করুন