কোনো বাধাই মানব না: টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৬:৫০ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২২, ১৬:১৫

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবেই বলে প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, সরকারের কোনো ষড়যন্ত্র, বাধা মানা হবে না। যেকোনো মূল্যে জনগণের এ সমাবেশকে জনসমুদ্রে পরিণত করা হবে। এই সমাবেশ থেকেই বাংলাদেশের নতুন ইতিহাস রচনা করা হবে।

সোমবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির সমাবেশে জনগণের অংশগ্রহণ দেখে এই অবৈধ সরকারের হৃদকম্পন শুরু হয়ে গেছে। এজন্য তারা নানান ছলচাতুরি শুরু করেছে। কিন্তু এবার আর রক্ষা হবে না। জনতার উত্তাল ঢেউ এই অবৈধ সরকারের ক্ষমতার মসনদকে ভেঙে চুরমার করে দেবে।

এজন্য জাতীয়তাবাদী আদর্শের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমে আসতে হবে। জনতার কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চস্বরে উচ্চারণ করতে হবে এই সরকারকে আর চাই না। এদেরকে এখনই পদত্যাগ করতে হবে।

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, আরও হামলা হতে পারে আরো রক্ত ঝরতে পারে আমাদের অনেক ভাই কিংবা আমাকেও জীবন দিতে হতে পারে। কিন্তু এরপরও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চলমান আন্দোলনকে চূড়ান্ত আন্দোলনে রূপ দিতে হবে। রক্ত যখন দিতে শুরু করেছি তখন সরকারের কোনো হুমকি-ধামকি কিংবা হত্যা নির্যাতন গুম খুনকে পরোয়া করি না। ১০ ডিসেম্বর হবে এই সরকারের পতনের সূচনা সমাবেশ।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ অনেকে।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ

কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

এই বিভাগের সব খবর

শিরোনাম :