ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল, সম্পাদক আকিদুল

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২২, ১৯:২৮
অ- অ+

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী বিজয়ী হয়েছে।

রবিবার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বিএনপি পন্থী পরিষদ থেকে সভাপতি হিসেবে অ্যাড. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. আকিদুল ইসলাম জয় লাভ করেছেন।

সভাপতি পদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের অ্যাড. মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ আব্দুল্লাহ মিন্টু প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে অ্যাড. রাশিদুল হাসান জাহাঙ্গীর, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মন্ডল লটারির মাধ্যমে বিজয়ী হয়, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাড. বিনা খাতুন, সদস্য পদে অ্যাড. মোস্তাফিজুর রহমান মিথুন ও অ্যাড. মুশফিক ওয়ালিদ ইমরোজসহ সাতজন জয় লাভ করেন।

এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ- সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ বিভিন্ন পদে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ২৯১ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মো. আবু তালেব।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা