এবার আলভারেজের গোল, ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ০২:৩৪
অ- অ+

পোল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্যে খেলতে নেমে একের পর এক আক্রমণ চালালো আর্জেন্টিনা, পেয়েছিল পেনাল্টিও। কিন্তু সেটা মিস করেন লিওনেল মেসি। ফলে প্রথমার্ধে মেলেনি গোলের দেখা। কিন্তু দ্বিতীয়ার্ধেই দুই গোলে এগিয়ে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৯৭৪ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা ফুটবল দল। পুরো ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছে লিওনেল স্কােলোনির শিষ্যরা। আর পোল্যান্ডের গোলবারে মোট সাতবার শট নিয়েছেন লিওনেল মেসিরা।

অন্যদিকে পুরো ম্যাচের কেবল ৩৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে পোল্যান্ড ফুটবল দল। আর আর্জেন্টিনার গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে মাত্র একটি।

ম্যাচে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা ফুটবল দল। গোলের প্রথম সুযোগটা পায় খেলায় দশম মিনিটেই। কিন্তু অ্যাঞ্জেল ডি-মারিয়ার দেয়া পাসে বক্সের বামপ্রান্ত থেকে নেয়া শটটি রুখে দেন পোলিশ গোলকিপার। আর ১৭তম মিনিটে মেসির দেয়া পাসে আসা বল দুর্দান্ত শট নেন মার্কোস অ্যাকুইনা। কিন্তু গোলবারে ওপর দিয়ে চলে যায় বলটি।

ম্যাচের ৩২তম মিনিটে গোল পেয়েই গিয়েছিলো আলবিসেলেস্তেরা। এ সময় কর্নার পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিক করতে আসেন অ্যাঞ্জেল ডি-মারিয়া। তার নেয়া শটটি সরাসরি গোল হতে পারতো। কিন্তু দারুণ নেপুন্যে তা ঠেকিয়ে দেন পোলিশ গোলকিপার।

৩৮তম মিনিটে গোলবারে লিওনেল মেসিকে অবৈধভাবে বাধা দেয়াই ভারের সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু স্পটকিক থেকে নেয়া শট থেকে গোল আদায় করতে পারেননি ফুটবলবিশ্বের অন্যতম সেরা তারকা মেসি। ফলে প্রথমার্ধে আসেনি গোলের দেখা।

আর্জেন্টিনা একাদশ: ফরমেশন (৪-৩-৩):

এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

পোল্যান্ড একাদশ: ফরমেশন (৩-৪-১-২):

ওজিয়েক সিজিসনি, কামিল গ্লিক, জ্যাকুব কিউওর, বার্তোজ বেরেসজিনস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, পিওতর জিয়েলিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাতি ক্যাশ, রবার্ট লেওয়ানডস্কি, আরকাডিয়াস মিলিক।

কোচ: চেসল মিখনিয়েভিকজ

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা