ইসলামী ব্যাংকের ঋণকাণ্ড: তদন্ত চেয়ে দুদক ও বিএফআইইউকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৪:৩১ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ১৪:১১

ইসলামী ব্যাংক থেকে ঋণকাণ্ডের তদন্ত চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সংস্থা দুটি বরাবর এ চিঠি দেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবীসহ ইসলামী ব্যাংকের পাঁচ গ্রাহক।

চিঠি প্রেরণকারী পাঁচজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আব্দুল্লাহ সাদিক, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলএলবি, এলএলএম বিভাগের শিক্ষার্থী শাইখুল ইসলাম ইমরান ও যায়েদ বিন আমজাদ।

ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেয়ার ঘটনায় অর্থ পাচার হয়েছে কি না সে বিষয়ে দুদক ও বিএফআইইউর তদন্ত দাবি করা হয়েছে চিঠিতে। সংস্থাগুলোর তদন্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন বুধবার হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আদালত তাকে রিট করার পরামর্শ দেন।

এ বিষয়ে গভীরভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককেও সম্প্রতি চিঠি দেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :