ফ্রান্সে অভিবাসীদের পরিবারের ভিসা জটিলতা নিরসনে সমাবেশ

ফ্রান্সে বসবাসকারী অভিবাসীদের পরিবারের সদস্যদের ভিসা জটিলতা নিরসনে আন্দোলন ও সমাবেশ করেছে ফরাসি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
গত রবিবার সলিডারিটি আজি ফস্ এবং লা সিমাদসহ বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের যৌথ আয়োজনে রাজধানী প্যারিসের প্লাস ডু লা বুরসে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে বসবাসকারী যেসব অভিবাসীদের পরিবারের সদস্যরা তাদের নিজ দেশে আছেন তাদেরকে ফ্রান্সের ভিসা পেতে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। নেতৃবৃন্দ এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিডারিটি আজি ফস্ এর চেয়ারম্যান নয়ন এন কে, প্যারিস-১৮ সিটি কাউন্সিলের কাউন্সিলর আঞ্জুমান সিসকো, লা সিমাদ ইল দা ফস্ এর সেক্রেটারি মারি ফ্রান্স, সাংবাদিক মেলিন এসক্রিহুয়েলা, লিবার্টি ইগালিটি এর সদস্য এলিস, উবায়দুল্লাহ কয়েস, এসএএফ সদস্য জুলহাস মামুন, মনি বিশ্বাস, সাইন আহমেদ, আতিক রহমান, আনোয়ার হুসাইন ফয়সাল, মাহাবুবুর রহমান সাদ, হাসান আলমগীর, তানজিম আহমেদ, চম্পা রানী পাল, শাহিনুর, এলাম তালুকদার প্রমুখ।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, তিব্বত, কম্বোডিয়া, মিয়ানমার, মালি, ঘানা, ক্যামেরুনসহ ফ্রান্সের সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্ৰহণ করেন। পরে একটি বিশাল মিছিল প্লাস ডু বুরসে থেকে প্লাস ডু পালে রয়্যালে এসে শেষ হয়।
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে ইতালি

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের কমিটি গঠন

পর্তুগালে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল, সম্পাদক শহীদ

এবার বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার পেল জিম্বাবুয়ের প্রতিষ্ঠান মিউজিক ক্রসরোডস

রোমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন

ইতালির পাদোভায় বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে স্বপন-শাখাওয়াত প্যানেল বিজয়ী

ফ্রান্সে জঙ্গল থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

ডেনমার্কে ডিপ্লোমেটিক বাজারে বাংলাদেশি স্টল
