চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভা অতীত রেকর্ড ভাঙবে, আশা আ. লীগের

চট্টগ্রাম ব্যুরো
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২২, ২১:২০
অ- অ+

অতীতে চট্টগ্রামের সব জনসভার রেকর্ড ছাপিয়ে পলোগ্রাউন্ডের জনসভা ইতিহাস সৃষ্টি করবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।

শুক্রবার নগরের জামালখানে চট্টগ্রাম সিনিয়র ক্লাবে জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আওয়ামী লীগ নেতারা।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, এখনই হিসেবটা না বলি। এই হিসেব আপনারা (সাংবাদিক) করবেন। জনসভার পর আপনাদের মুখ থেকে শোনার অপেক্ষায় আছি। তবে চট্টগ্রামে অতীতে অনেক জনসভার ইতিহাস রয়েছে। ৪ ডিসেম্বরের জনসভা অতীতের রেকর্ড ছাপিয়ে ইতিহাস সৃষ্টি করবে।

কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টলাবাসীর জন্য অনেক করেছেন। তিনি ক্ষমতায় আসার পর চট্টগ্রামে একের পর এক মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশে সব ইপিজেড মিলিয়ে জায়গার পরিমান প্রায় সাড়ে ৩ হাজার একর। আর মীরসরাইয়ে যে বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে তার পরিমাণ প্রায় ৩০ হাজার একর।

চট্টগ্রামে আরও মেগাপ্রকল্প বাস্তবায়নের চিন্তা সরকারের আছে। সুতরাং আমি আশা করি, চট্টগ্রামবাসী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে একটি ঐতিহাসিক জনসভা জাতিকে উপহার দেবে। শুধু পলোগ্রাউন্ড নয়, আশপাশের কয়েক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভা শুধুমাত্র পলোগ্রাউন্ড নয়; এর আশে পাশের কয়েক কিলোমিটার জায়গাজুড়ে লোকে লোকারণ্য হবে। চট্টগ্রামবাসি শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে জনসভাকে একটি ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত করে জাতিকে উপহার দিবে।

আগামী ৪ ডিসেম্বও পলোগাউন্ডের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ অক্টোবর একই মাঠে বিভাগীয় সমাবেশ করে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা