পুলিশের বিশেষ অভিযান: সোমবার রাজধানীতে ২৫৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ১৯:২৩| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২০:৪৪
অ- অ+

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গেল ২৪ ঘন্টায় (সোমবার বিকাল পর্যন্ত) ২৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত পাঁচদিনে রাজধানীতে ৭২৭ জন গ্রেপ্তার হলেন।

সোমবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন মোল্লা ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ৪০৫টি। এসময় দুই হাজার ২২৪টি অভিযান পরিচালিত হয়েছে। পুলিশের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গত ১ ডিসেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর থেকে রাজধানী জুড়ে ব্লক রেইড শুরু করে পুলিশ। জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি বাহিনীটির। তাছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার 'ফিরোজা'র সামনে রাস্তার দুইদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তর থেকে এক চিঠির মাধ্যমে দেশজুড়ে বিশেষ অভিযান চালানোর জন্য পুলিশের সব ইউনিটের প্রধান, জেলার পুলিশ সুপার ও ওসিদের নির্দেশনা পাঠানো হয়। যা ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা