চট্টগ্রামের জনসভায় ২০ লাখ লোকের সমাগম হয়েছে, দাবি আ.লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ২০:৫৫

চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় ২০ লাখ লোক সমাগম হয়েছিল বলে দাবি করেছেন দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এই সমাগম হয়েছে বলে জানান তিনি।

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে জেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে নাছির উদ্দীন এসব তথ্য জানান।

নাছির বলেন, ‘রবিবারের (০৪ ডিসেম্বর) জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। জনসভার মঞ্চ থেকে আমরা মাঠের চিত্র দেখেছি। পরে আমরা বাইরের অবস্থা দেখেছি। অনেকের বক্তব্য হলো, ইতোপূর্বে যতগুলো জনসভা হয়েছে এতবড় আর হয়নি।’

‘আরেকটি বিষয় হলো, রাঙামাটি, ফেনীসহ চট্টগ্রামের বাইরে থেকে অনেকে আসতে চেয়েছিল। আমরা নিষেধ করেছি। দায়িত্ব নিয়ে বলছি, একজনও চট্টগ্রামের বাইরে থেকে আসেনি। সবাই চট্টগ্রাম জেলার মানুষ। চট্টগ্রামবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।’ বলেন নাছির।

নাছির বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকার, এমনকি সভাস্থল ত্যাগের পূর্বে ১০ মিনিটের বেশি আমাদের সঙ্গে কথা বলেছেন। এত বেশি খুশি তিনি হয়েছেন। এটা আমাদের চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলার সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ।’

দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ দিন ক্ষমতায় থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সরকার বারবার দরকার। যারা প্রতিপক্ষ, তাদের অনুরোধ করব নির্বাচনে আসার জন্য। বিএনপির কাছে আহ্বান, জনগণের প্রতি আস্থা থাকলে সে শক্তিকে নির্বাচনে কাজে লাগান। নির্বাচন করবে নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তরের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংসদ মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা সফর আলী ও দেবাশিষ পালিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :