অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নারীসহ নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৩০| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৩৮
অ- অ+

কুমিল্লার লাকসামে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশা আরোহী চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নোয়াখালী-লাকসাম রেলপথের দক্ষিণ খিলা তুগুরিয়া এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার এসআই আবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে অটোরিকশার যাত্রী মাকসুদুর রহমান (৬৫), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), একই উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখণ্ড গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) ও অটোরিকশা চালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

এ ঘটনায় আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এসআই আবুল হোসেন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা 'নোয়াখালী এক্সপ্রেস' ট্রেনটি লাকসাম যাচ্ছিল। পথে দক্ষিণ খিলা তুগুরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে সিএনজি চালিত অটোরিকশাটি ট্রেনের সামনে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। বাকি একজনের মৃত্যু হয় হাসপাতালে।

নিহতদের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছেন।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এসএ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা