ছাত্রলীগের সম্মেলন ঘিরে ক‌ঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:০৫
অ- অ+

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন ঘি‌রে অনাকা‌ঙ্খিত ঘটনা এড়া‌তে ক‌ঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলী‌গের স‌ম্মেল‌ন ঘি‌রে নিরাপত্তার এমন চিত্র দেখা দেখা‌ গে‌ছে।

স‌রজ‌মি‌নে ঘু‌রে দেখা ‌গে‌ছে, সমাবেশস্থলের আশপাশে সতর্কভাবে দায়িত্ব পালন করছে পুলিশ ও র‍্যাব।

সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলোতে হিউম্যান স্ক্যানার বসানো হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা পেরিয়ে নেতাকর্মী‌দের প্রবেশ করতে হচ্ছে সম্মেলনস্থলে। কোন অঞ্চলের নেতাকর্মীরা কোন ফটক গিয়ে সমাবেশস্থলে ঢুকবেন তার নির্দেশনাও দেয়া হয়েছে।

এদিকে সম্মেল‌নস্থ‌লের আশপা‌শের যানজট এ‌ড়ি‌য়ে চল‌তে রাস্তা বন্ধ ক‌রে রোড ডাইভারশন ক‌রে দি‌য়ে‌ছে ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্র জানায়, যানজট পরিহারের জন্য রাজধানীর কাটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

স‌ম্মেলনে ‌দিনের শুরু‌তে নেতাকর্মী‌দের উপ‌স্থি‌তি কিছুটা কম থাক‌লেও বেলা বাড়ার স‌ঙ্গে স‌ঙ্গে ঢল নাম‌তে শুরু ক‌রে নেতাকর্মী‌দের। দ‌লে দ‌লে ছাত্রলী‌গের বি‌ভিন্ন ইউনিট ও জেলার নেতাকর্মীরা এসে উপ‌স্থিত হ‌চ্ছেন সমা‌বেশস্থ‌লে। নেতাকর্মী‌দের পদচারণায় মুখ‌রিত হ‌য়ে ওঠে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপা‌শের সড়কগু‌লো।

(ঢাকাটাইমস/০৬ডি‌সেম্বর/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ!
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা