ঝিনাইদহে মোবাইল ব্যবসায়ী জনী হত্যার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:২৭
অ- অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোবাইল ব্যবসায়ী জনী হত্যা মামলার প্রধান আসামি সজীব আহমেদ অপুকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলার মনহরদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রাসেল জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলার কসাই মোড় এলাকায় নিহত জনির মোবাইলের দোকান আছে। আসামি অপু কয়েক দিন আগে সেই দোকান থেকে ৬১ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল বাকিতে কেনেন।

তিনি জানান, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু-জনের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার বিকালে আসামি অপু দোকানে ঢুকে জনিকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই ছাব্বির আহমেদ বাদী হয়ে অপুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই র‌্যাব আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসামি অপু কুষ্টিয়া জেলার মনহরদি গ্রামে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা