সোনারগাঁয়ে ইউলুপ ও ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ইউলুপ ও ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকালে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সড়ক ও জনপদ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহনাজ ফেরদৌসী, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল হোসেনসহ প্রমুখ।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, বিগত ৯ বছর সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন করেছি। ৫৩ টি ব্রিজ, কলেজ, স্কুল ভবন, মাদ্রাসা ভবন নির্মাণ করেছি। মসজিদ ও এতিমখানার উন্নয়নে কাজ করেছি। সোনারগাঁয়ে দূর্গম চরাঞ্চল নুনেরটেক বিদ্যুতের মাধ্যমে আলোকিত করেছি। আগামীতে আরো উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা