পুলিশের বিশেষ অভিযান: বুধবার রাজধানীতে ২৫৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:১৫| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২০:৫১
অ- অ+

পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে গেল এক সপ্তাহে ১২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় (বুধবার বিকাল পর্যন্ত) গ্রেপ্তার হন ২৫৭ জন। সন্ধ্যায় ডিএমপির মিডিয়া শাখার সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন মোল্লা এ তথ্য জানিয়েছেন।

ইমরান হোসেন জানান, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযান চলমান রয়েছে। বুধবার পর্যন্ত ১২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন মামলা রয়েছে।

১ ডিসেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ১৫ দিনব্যাপী অভিযান শুরু করে পুলিশ। এরপর শনিবার সন্ধ্যা থেকে রাজধানীতে শুরু হয় ব্লক-রেইড। জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এই অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের দাবি। তাছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার 'ফিরোজা'র সামনে রাস্তার দুইদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তর থেকে এক চিঠির মাধ্যমে দেশজুড়ে বিশেষ অভিযান চালানোর জন্য পুলিশের সব ইউনিটের প্রধান, জেলার পুলিশ সুপার ও ওসিদের নির্দেশনা পাঠানো হয়।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা