সবজিবোঝাই ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২২, ২২:০৮
অ- অ+

চুয়াডাঙ্গায় সবজিবোঝাই ট্রাকের ধাক্কায় লিয়াকত আলী (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার দৌলতদিয়াড় তেলপাম্পের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত জুমরাত শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লিয়াকত। এসময় দৌলতদিয়াড় তেলপাম্পের অদূরে পৌঁছালে মোটরসাইকেলে রাখা বাজারের ব্যাগ একটি ভ্যানের সাথে বেঁধে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়েন তিনি। পরে চুয়াডাঙ্গাগামী সবজিবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হন তিনি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজিব পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। তবে, পালিয়ে গেছে ট্রাকের চালক। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড
জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ
গোপালগঞ্জ হামলা: কুষ্টিয়া–খুলনা মহাসড়ক ব্লকেড
মুরাদনগরের প্রতিটি ইউনিয়নে বিএনপির বিক্ষোভ, অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা