ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতৃত্বে যারা

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম। এছাড়া দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কুন্ডুর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে গণভবনে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্বিবদ্যালয়ের ছাত্রলীগ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
পরে রাত সাড়ে ১০টার দিকে গণভবনের সামনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককের নাম ঘোষণা করেন।
গত ২ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ দুই পদে সংগঠনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রায় চার শতাধিক ছাত্র নেতা।
(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/জেএ/কেএম)

মন্তব্য করুন