টাঙ্গাইলে ওয়ার্কশপে ড্রাম বিস্ফোরণে আহত দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২২, ২২:১৩
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে থিনার (দাহ্য পদার্থ) ভর্তি ড্রাম বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আলামিন নামে একজনের মৃত্যু হয়। এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে সখীপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডের এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে ঘটনা ঘটে। ওই দিন ইয়াকুব রাজু নামে অপর শ্রমিকের মৃত্যু হয়। এসময় আতিকুল (৪০) সবুজ (২৬) নামের আরও দুইজন শ্রমিক আহত হন।

নিহতরা হলেন- সখীপুর উপজেলার বগাপ্রতিমা গ্রামের তাহের আলীর ছেলে ইয়াকুব রাজু (৩২) ফুলবাড়িয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে আলামিন (১৮)

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে আতিকুল আল আমিন থিনার ভর্তি ওই ড্রামটি খোলার জন্য এতিমখানা রোর্ডের এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে যান। ওয়ার্কশপের কর্মচারী ইয়াকুব রাজু ওই ড্রামটি খুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াকুব রাজুর মৃত্যু হয়। এসময় তার শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার দিন এক শ্রমিকের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে বজ্রপাতে তুলার গুদামে আগুন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি উন্নত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
ব্যাংককে মির্জা ফখরুলের চোখের অস্ত্রপাচার সম্পন্ন 
যাত্রাবাড়ীর দনিয়ায় ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নিল কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা