মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:০৭
অ- অ+

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীর প্রতীক) বলেছেন, আগামী দিনে তাদের দলের রাজনৈতিক অবস্থান কী হবে তা অল্প কিছু দিনের মধ্যেই পরিষ্কার হবে। আওয়ামী লীগের ২২তম ত্রি-বার্ষিক সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যেভাবে সম্মানীত করা হয়েছে, তা সত্যিই অভাবনীয় ও প্রশংসনীয়।

শনিবার বিকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন সিকদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস, সহসভাপতি ডা. আব্দুস সাত্তার, বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক আজাদ কহিনুর, উপজেলা যুব আন্দোলনের আহবায়ক খন্দকার মনির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, উপজেলা ছাত্র আন্দোলনের আহবায়ক নাজমুল হোসেন ফরহাদ প্রমুখ।

এর আগে দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা হয়। পরে দলের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তোমসহ নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মির্জাপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ, যুব ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা