মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:০৭

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীর প্রতীক) বলেছেন, আগামী দিনে তাদের দলের রাজনৈতিক অবস্থান কী হবে তা অল্প কিছু দিনের মধ্যেই পরিষ্কার হবে। আওয়ামী লীগের ২২তম ত্রি-বার্ষিক সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যেভাবে সম্মানীত করা হয়েছে, তা সত্যিই অভাবনীয় ও প্রশংসনীয়।

শনিবার বিকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন সিকদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস, সহসভাপতি ডা. আব্দুস সাত্তার, বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক আজাদ কহিনুর, উপজেলা যুব আন্দোলনের আহবায়ক খন্দকার মনির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, উপজেলা ছাত্র আন্দোলনের আহবায়ক নাজমুল হোসেন ফরহাদ প্রমুখ।

এর আগে দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা হয়। পরে দলের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তোমসহ নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মির্জাপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ, যুব ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :