চুয়াডাঙ্গায় গরুর গুতোয় বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২২, ২১:০৭| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২১:১৮
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদায় করিমুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গোয়ালঘরে গরু তোলার সময় গরুর শিংয়ের গুতোয় মারা যান তিনি। শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সন্ধা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মাঠপাড়ায় ঘটে এ ঘটনা।

নিহত করিমুল ইসলাম একই এলাকার মৃত সাদের আলী মণ্ডলের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে গোয়ালঘরে গরু তুলছিলেন করিমুল ইসলাম। এ সময় গরু তাকে গুতো দিলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, হাসপাতালে নেয়ার আগেই করিমুল ইসলাম মারা যান। তবে তার শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় করিমুল ইসলামের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা