চুয়াডাঙ্গায় গরুর গুতোয় বৃদ্ধের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় করিমুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গোয়ালঘরে গরু তোলার সময় গরুর শিংয়ের গুতোয় মারা যান তিনি। শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সন্ধা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মাঠপাড়ায় ঘটে এ ঘটনা।
নিহত করিমুল ইসলাম একই এলাকার মৃত সাদের আলী মণ্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে গোয়ালঘরে গরু তুলছিলেন করিমুল ইসলাম। এ সময় গরু তাকে গুতো দিলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, হাসপাতালে নেয়ার আগেই করিমুল ইসলাম মারা যান। তবে তার শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় করিমুল ইসলামের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এলএ)