কুর্মিটোলা, ময়মনসিংহ, বগুড়া ও রাজশাহী মেডিকেলে নতুন পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৩, ২০:০০

কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ দেশের তিন মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ব্রিগেডিয়ার জেনারেল পদমদর্যাদার এই কর্মকর্তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে প্রেষণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রবিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী জানা গেছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরকে বদলি করে হাসপাতালটির নতুন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়াকে। এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস। আর বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিনকে বদলি করে নতুন পরিচালক করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিক্কার আলমকে।

তাছাড়া একই প্রজ্ঞাপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনালের মো. শামীম ইয়াজদানীকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনালের এফ এম শামীম আহাম্মদকে।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (নিরাপত্তা) মেজর তাইজ ইবনে আনোয়ারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মেজর মাহমুদুল হাসানকে।

ঢাকাটাইমস/০১জানুয়ারি/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :