আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নাম নেই কাজী সিরাজের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১৩:৩৬| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪:৪৫
অ- অ+

আওয়ামী লীগের নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে নাম নেই কাজী সিরাজুল ইসলামের। তিনি গত কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় কাউন্সিল শেষে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি গঠনের পর ঠাঁই পাওয়া নেতাদের তালিকা প্রেস রিলিজ আকারে গণমাধ্যমে পাঠানো হয় আওয়ামী লীগের দপ্তর থেকে। এছাড়া কমিটির তালিকা হালনাগাদ করে ঝোলানো হয় দলের ওয়েবসাইটে। এই তালিকায় নাম নেই কাজী সিরাজের।

এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান ঢাকা টাইমসকে বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যাদেরকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেছেন তাদের নামের তালিকা প্রেসরিলিজ আকারে গণমাধ্যমে পাঠানো হয়েছে। এছাড়া দলের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

কাজী সিরাজুল ইসলাম ফরিদপুর-১ (মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ফরিদপুর-১ (মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের ডিসেম্বরের নবম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও হেরে যান তিনি।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিগত কমিটিতে উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী সিরাজ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা