চিলমারীতে ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩ | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬:৩২

কুড়িগ্রামের চিলমারীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা ফকির পাড়ান এলাকায় এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাচাবান্দা আদর্শ পাড়ার আয়োজনে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি রফিকুল ইসলাম চাঁদ।

ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার প্রতিযোগী মাসুম ও দ্বিতীয় স্থান অধিকার করেন একই উপজেলার ফৌরদৌসী আক্তার।

পরে প্রথম স্থান অধিকারকারী প্রতিযোগীর হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও দ্বিতীয় স্থান অধিকারকারী প্রতিযোগীর হাতে অ্যান্ডড্রোয়েট মোবাইল ফোন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহিন।

এদিকে ঘোড়ার দৌড় প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকাসহ উলিপুর ও সুন্দরগঞ্জ উপজেলার কাশিমবাজার থেকে হাজারো মানুষ জড়ো হয় মাচাবান্দার ফকির পাড়া এলাকায়।

ঘোড়ার দৌড় দেখতে উলিপুর থেকে আসা আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘোড়ার দৌড় দেখতে এসেছি। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। গ্রামাঞ্চলের নারী-পুরুষ সবাই মিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি।

ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার বাবুল, রুবেল জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি।

ঘোড় দৌড় প্রতিযোগীতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ, সহযোগী অধ্যাপক আব্দুর রহমান রতন, বিশিষ্ঠ ব্যবসায়ী শ্রী তপন কুমার সরকার প্রমুখ।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :