৩৫ দিনে চীনে করোনায় মৃতের সংখ্যা ৬০ হাজার
‘জিরো-কোভিড’ নীতি থেকে সরে যাওয়ার পর চীনে করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পিকিং ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে এ পর্যন্ত দেশটিতে ৯০ কোটি মানুষের করোনা সংক্রমণ হওয়ার খবর প্রকাশ পরেই প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে। খবর এএফপির।
ন্যাশনাল হেলথ কমিশনের অধীনে ব্যুরোর অব মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান জিয়াও ইয়াহুই, ন্যাশনাল হেলথ কমিশনের অধীনে ৮ ডিসেম্বর, ২০২২ থেকে ১২ জানুয়ারী পর্যন্ত চীনে কোভিড-সংক্রান্ত ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যুর রেকর্ড করেছে।
পরিসংখ্যানটি শুধুমাত্র চিকিৎসা সুবিধায় রেকর্ডকৃত মৃত্যুর উল্লেখ করে, মোট সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সরাসরি ভাইরাসের কারণে শ্বাসযন্ত্রের ব্যর্থতার কারণে ৫ হাজার ৫০৩ জনের মৃত্যু এবং কোভিডের সাথে মিলিত অন্তর্নিহিত রোগের কারণে ৫৪ হাজার ৪৩৫ জনের মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে বলে জিয়াও জানিয়েছেন।
চীনা নববর্ষ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী সরকারি ছুটির সময় দেশটির গ্রামাঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ আরও বেড়ে যাবে বলে সতর্ক করেছেন চীনের একজন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসএটি)