ভাইয়ের মৃত্যুর সংবাদে প্রাণ গেল ভাইয়ের

শাহ্ আলম শাহী, দিনাজপুর
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৩, ১৯:০৩
অ- অ+

দিনাজপুরের পার্বতীপুরে প্রতিপক্ষের হামলায় ছোট ভাই নিহতের সংবাদ পেয়ে বড় ভাই সোহাগ আলীও (৪০) মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি মারা যান।

পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা যায়, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৪ জানুয়ারি সোহাগের ছোট ভাই শাহজাহান নিহত হয়। সেই সংবাদ শুনে বড় ভাই সোহাগ আলী অসুস্থ হয়ে পড়েন। ওই দিন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে তিনিও মারা যান বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

এ ঘটনায় প্রতিপক্ষের মো. কিবরিয়া (৪৮) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে গ্রেপ্তার করে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে বলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান হাসান জানান।

তিনি জানান, পার্বতীপুর শহরে পৌরসভাধীন নামাপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মামাতো ও ফুপাতো ভাইদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় শাহজাহান (২৪) নামে এক যুবক নিহত হন। আহত হন শাহ আলম (২৪), মেহরাব (২৫) ও মশিউর (২৩) নামে ৩ জন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি 
মোহাম্মদপুরে বিশেষ অভিযান: মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০
গোপালগঞ্জে ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী নিহত
হত্যা মামলায় আবারও রিমান্ডে ইনু-মেনন-আনিসুলসহ ৫ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা