জয়ের জন্য ঢাকার দরকার ১৬৫ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ২০:০৪| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২১:০১
অ- অ+

মিরপুরে অনুষ্ঠিত বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুললো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে জয়ের জন্য ঢাকা ডমিনেটর্সের দরকার ১৬৫ রান।

টানা পাঁচ ম্যাচ হারা ঢাকা ডমিনেটর্সের দলনেতা ম্যাচের শুরুতে টস জিতে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না কুমিল্লার। ৬.১ ওভারে ৩৫ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। ৩ রানে মোহাম্মদ রিজওয়ান ও ২০ রানে আউট হন লিটন কুমার দাস।

তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন দলনেতা ইমরুল কায়েস ও জনসন চার্লস। দুজনের ব্যাটে বাড়তে থাকে রান। তবে কেউই ব্যক্তিগত স্কোর বড় করতে পারেননি। ২২ রানে ইমরুল কায়েস ও ৩২ রানে সাজঘরে ফেরেন জনসন চার্লস। পরের উইকেটে খেলতে নেমে ৯ রান করেন মোসাদ্দেক হোসেন।

পরে ঝড়ো ব্যাটিংয়ে দলকে মূল্যবান কিছু রান এনে দেন কুমিল্লার পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। মাত্র ১৭ বল খেলে তিনি করেন ৩০ রান। এছাড়া ২০ রানে জাকের আলি ও ১১ রানে আবু হায়দার রনি অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা